
জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করীম। তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, যদি কোনো অশুভচক্র চাপ দিয়ে প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচন দিতে বাধ্য করে, তাহলে পরিষ্কার বলছি- আমরা ছাত্র-জনতা কিন্তু রাজপথ ছাড়িনি। সংস্কার না হওয়া পর্যন্ত আগের নিয়মে নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না।
জুলাই সনদের আইনি স্বীকৃতি ও সনদের অধীনে নির্বাচন দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন চরমোনাই পীর। মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবেশ হয়। এ সময় ভোটের অনুপাত (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি জানানো হয়।
রেজাউল করীম বলেন, গত ৫৪ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এর সংস্কারই প্রকৃত সংস্কার। কালো টাকা, মাস্তানি ও সন্ত্রাস বন্ধের একমাত্র উপায় হলো পিআর। বিভিন্ন জরিপেও উঠে আসছে যে, অধিকাংশ মানুষই পিআর চায়।
তিনি বলেন, সংস্কার দৃশ্যমান হতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। নির্বাচনের পরে কেউ সনদের আইনি স্বীকৃতি তেবে, এ আশা গুড়েবালি। সনদের আইনি স্বীকৃতি ছাড়া রাজপথ ছাড়ছি না।
ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সমাবেশে দলটির প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, সংস্কার ছাড়া ইসলামী আন্দোলন নির্বাচনে যেতে চায় না। দলটির মহাসচিব ইউনুস আহমদ বিএনপির উদ্দেশে প্রশ্ন রাখেন, সনদের আইনি ভিত্তি হলে সমস্যা কোথায়?
ইসলামী আন্দোলনের মুখপাপত্র গাজী আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টার আচরণ রহস্যজনক। তিনি নিজেই বলছেন, ‘সংস্কার না হলে দেশ আগের ধারায় ফিরে যাবে’। আবার সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। প্রধান উপদেষ্টা কার চাপে গণমানুষের প্রত্যাশাকে উপেক্ষা করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন? লেভেল প্লেয়িং ফিল্ড না হলে সাক্ষী গোপাল হতে ইসলামী আন্দোলন নির্বাচনে যাবে না।