Image description

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুশলা ইউনিয়ন শাখা। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা আমীর অধ্যাপক রেজাউল করিম। সভাপতিত্ব করেন কুশলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. ইউছুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি আল মাসুদ খান, কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমীর মো. ছোলায়মান গাজী ও উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদসহ অন্যান্যরা।

কর্মী সম্মেলনে মাওলানা আবুল বাশারকে সভাপতি ও সেকেন্দার আলীকে সেক্রেটারি করে ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।