
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, একটি ফ্যাসিবাদী পরিবেশ থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। রমজান শুধুমাত্র রোজা রাখা নয়,এটা একটি মুসলিম সংস্কৃতি, বিগত সময়গুলো থেকে এবারের ঈদ কিছুটা ব্যতিক্রম।
অনেক রক্ত ও জীবন এবং দীর্ঘ ত্যাগের বিনিময়ে ইসলামী ছাত্র শিবির আজকের এ জায়গায় এসেছে। এর আগে আমাদের অনেক ভাই নিজের বাড়িতে ঈদ করাতো পিতার জানাজায় পর্যন্ত শরীক হতে পারেননি।
এবার ঈদে মোগল আমলের সংস্কৃতি ফিরে এসেছে। ঈদের যে আনন্দ, এটা মূলত সেই ৫ আগস্টেই শুরু হয়েছে। সেদিন এদেশের মানুষের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস প্রতিপলিত হয়েছে সেটা রাজপথ থেকে প্রত্যেক জায়গায় সাধারণ মানুষের চোখে-মুখে লক্ষ্য করা গেছে।
গণভবন মুক্ত হওয়ার পর এদের মানুষ সিজদায় গিয়ে এবং মহান আল্লাহ দরবারে হাত তুলে শুকরিয়া আদায় ও আনন্দ প্রকাশ করেছে। সেদিনই ফ্যাসিবাদী পরিবেশ থেকে বাংলাদেশের মানুষ মুক্ত বাতাসে তাদের নিঃশ্বাস নিতে পেরেছে। এর চেয়ে বড় আনন্দের কি হতে পারে। এটা আমাদের একক কোনো কৃর্তিত্ব নয়, এটা মহান আল্লাহ তায়ালার একান্ত দান।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের অন্যতম স্পিরিট ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষের লড়াই, এটা এসেছে ইসলাম থেকে। এজন্য জুলাই স্পিরিট ধারণ করে আল্লাহর দেওয়া বিধান আল কুরআন, সুন্নাহ এবং রাসুলুল্লাহ সা. এর জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রতিটি কাজ করতে হবে। কোনো অন্যায়ের কাছে মাথানত করা যাবে না। এছাড়া ইসলামী ছাত্র শিবিরকে সবার জন্য, দেশের জন্য, সারা পৃথিবীর জন্য রহমত হয়ে উঠতে হবে।
মঙ্গলবার (০১ এপ্রিল) ফেনী শহর শাখা শিবিরের উদ্যোগে স্থানীয় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ঈদ প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, মাদরাসা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আবিদ, বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, অ্যাডভোকেট এ এস এম কামাল উদ্দিন, ফেনী জেলা আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারি আবদুর রহিম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম তানভীর উদ্দিন।
ফেনী শহর শিবিরের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে সেক্রেটারী শফিকুল ইসলামের সঞ্চালনায় ওই ঈদ প্রীতি সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি নুরুল আবছার, ইঞ্জিনিয়ার ফজলুল রহমান, সাবেক ফেনী শহর সভাপতি গোলাম আজাদ ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের সাবেক ফেনী শহর উত্তর সভাপতি মহি উদ্দিন, সাবেক সভাপতি সালাউদ্দিন কিরণ,সেক্রেটারি ইমাম হোসেন আরমান, জেলা সভাপতি শরিফুল ইসলাম ও সেক্রেটারী আবু হানিফ হেলাল।