ফেনীর বিসিক এলাকায় সড়ক দুর্ঘটনায় বিএনপির এক নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন গুণবতী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নাজমুল হুদা।
নিহত নিজাম উদ্দিন স্বপন মিয়াজী (৫০) পজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের বাসিন্দা। তিনি ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ফেনীর বিসিক এলাকায় সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিজাম উদ্দিন স্বপন মিয়াজী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত স্বপন মিয়াকে উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএনপি নেতা স্বপন মিয়াজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) ধানের শীষ প্রার্থী মো. কামরুল হুদা, গুনবতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি ফজলুর আমিন কালবেলাকে বলেন, দুর্ঘটনায় বিষয় আমাকে কেউ অবগত করেনি। খবর নিয়ে বিস্তারিত জানাবো।