জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এক স্বৈরাচারকে হটিয়ে আরেক স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর জন্য আমরা গণঅভ্যুত্থান করিনি। একটি রাজনৈতিক দল জাতির সঙ্গে প্রতারণা করে সংস্কার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং লুটপাট ও অর্থপাচারের পরিকল্পনায় ব্যস্ত রয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-২ (পলাশ) আসনের ঘোড়াশালের পোস্ট অফিস রোডে এনসিপি ও ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে তার আগে দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করা জরুরি। চাঁদাবাজির রাজনীতির কারণে দেশের সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বিএনপির নানা কর্মকাণ্ডের সমালোচনা করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলির পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
জনসভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আওয়ামী লীগকে তাদের অপকর্মের জন্য জনগণ বিতাড়িত করেছিল। আবারও নির্বাচনকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের সব শক্তি একত্রিত হয়ে ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছে। যারা পুনরায় আওয়ামী লীগের রাজনীতি কায়েম করতে চায় এবং যারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে রায় দেওয়া হবে।
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে সহিংস পরিস্থিতি তৈরি করছে। হত্যা, চাঁদাবাজিসহ আওয়ামী লীগের গত ১৭ বছরের শাসনামলের যে অভিজ্ঞতা জনগণ পেয়েছে, গত ১৭ মাসে তারাই একই ধরনের অভিজ্ঞতা দিচ্ছে।
এনসিপি জেলা শাখার আহ্বায়ক ও নরসিংদী-২ (পলাশ) আসনের প্রার্থী সারোয়ার তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিশের এমপি প্রার্থী নুরুল আফসারশাহীন, খেলাফত মজলিশ পলাশ উপজেলা সভাপতি মুফতি ফারুক ভূঁইয়া, জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম ফয়সাল, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক রাফায়েত রোমান এবং এনসিপি নরসিংদী জেলা সদস্য সচিব আওলাদ হোসেন জনিসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।