২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার স্মরণে শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে কাওয়ালী সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।
তিনি বলেন, ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই কাওয়ালি অনুষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে শত শত ক্যামেরার সামনে হামলা চালিয়ে শিল্পী, আয়োজক, শ্রোতাদেরকে রক্তাক্ত করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য সেই ঘটনার আজ চার বছর অতিবাহিত হতে চলছে। কিন্তু এখন পর্যন্ত কোন বিচার কার্যক্রম আমাদের চোখে পড়েনি।
তিনি আরও বলেন, শুক্রবার বাদ আসর টিএসসির পায়রা চত্বরে ২০২২ সালের সেই হামলার স্মরণে প্রতিবাদী কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হবে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য কাওয়ালগণ তাদের কাওয়ালি গাইবেন।
জানা গেছে, ডাকসুর আয়োজনে অনুষ্ঠাতব্য কাওয়ালি সন্ধ্যায় প্রখ্যাত নাদিম কাওয়াল ও তার দল এবং শেখ ফাহিম ফয়সাল কাওয়ালি পরিবেশন করবেন।