Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যের’ সংবাদ সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। 

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদেরসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। 

সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক বলেন, (দীর্ঘদিন ধরে এগারোটি দল ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত হয়েছে। আজকে আসন ঘোষণা দেয়া হবে। ওয়ান বক্স নীতির আলোকে যাকে যে আসনে মনোনয়ন দেয়া হবে, সে আসনে সব দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সহযোগিতা করবে। এ সম্মেলন থেকে জাতিকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। )

নাহিদ ইসলাম বলেন ( আজাদীর পক্ষে থাকা, সংস্কারের পক্ষে থাকা দলগুলোর একত্রিত হয়েছি। এটি এক দিকে রাজনৈতিক সমঝোতা, এটা সব ঐতিহাসিক লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাবে। আজকের পর থেকে কেউ আর কোনো দলের প্রার্থী থাকবে না। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। )

কর্নেল অব অলি আহমেদ বলেন  ( আওয়ামীলীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন। এখন সময় ন্যায়ের শাসন দেখবো। দিল্লির শাসন থেকে আমরা মুক্তি চাই। এখানে মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা একত্রিত হয়েছি। আর কোথায়ও এমনটা নাই। আমরা জনগণের সেবা করার জন্য এখানে এসেছি। 

এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। এটা নিশ্চিত করেন । নাহলে আগের সবার মতো পরিণতি ভোগ করতে হবে। )

ডা. শফিকুর রহমান বলেন ( জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করছে, সেই মুক্তির জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। খুন, দুর্নীতির রাজনীতি দেখতে চাইনা। তরুণদের বাংলাদেশ দেখতে চাই। জুলাই বিপ্লবকে যারা ধারণ করে তারা সবাই একত্রিত হয়েছি। 

অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে। যে যুবকদের ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করবো। আমরা যুবকদের সাথে থাকবো। সাতচল্লিশ , একাত্তর, চববিশে যারা জাতির জন্য জীবন দিয়েছে তাদের সবাইকে স্মরণ করেছি। নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমে তাদের ঋণ পরিশোধ করতে চাই। 

শরীফ ওসমান বিন হাদীর কথা মনে পড়ছে। তার হত্যার বিচার চাই। তার বিচার যদি জনগণ দেখতে না পায় তাহলে বিপ্লবী তৈরি হবে না। 

যেসব আসনে একমত হয়েছি, সেসব আসনে যাদের প্রার্থী করা হচ্ছে তারা এগারো দলের প্রার্থী। তাদের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানাই।