বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি সমঝোতায় অংশ নেয়া দলগুলো বাংলাদেশ ও আজাদির পক্ষে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এটি ঐতিহাসিক যাত্রার ঐতিহাসিক মুহূর্ত। বৃহস্পতিবার জামায়াত জোটের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, আমরা সংস্কারের পক্ষে থাকা বাংলাদেশের আজাদির পক্ষে থাকা এবং বৈষম্য বিরোধী দুর্নীতিবিরোধী বাংলাদেশের পক্ষে থাকা অনেকগুলো রাজনৈতিক দল একত্রে একটি প্লাটফর্মে এসেছি। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ফলে এটা আমাদের এক ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক যাত্রা।
নাহিদ বলেন, এটা যেমন একই সাথে নির্বাচনি সমঝোতা একই সাথে এর রাজনৈতিক গুরুত্বও অপরিসীম। কারণ গণ-অভ্যুত্থানের পরে আমরা আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে চাচ্ছি। আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে উতরাতে হবে। ফলে আমাদের সেই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের ১৯৪৭ সালের যে আজাদির লড়াই সব ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব।
তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ কাজ করবো ফলে সারা বাংলাদেশের সব আসনে আমাদের কোন দলের প্রার্থী থাকবে না, আজকে পর থেকে সেটা আমাদের এই নির্বাচনি সমঝোতা বা ১১ দলীয় নির্বাচনি ঐক্য তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে হ্যাঁ এর পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসবো এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।