Image description

নির্বাচনী আচরণবিধি ভঙ্গনের দায়ে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এ জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা। তিনি জানান, ‘আজ রবিবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় একটি বিদ্যালয়ে সভা-সমাবেশ হচ্ছিল। খবর পেয়ে সেখানে গিয়ে তাদের জরিমানা করা হয়। আমরা সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলাম।’ 

তিনি বলেন, আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।

মোবাইল কোর্ট সূত্র জানায়, সরওয়ার জামাল নিজামের কর্মীসমর্থকদের আয়োজনে রবিবার (৪জানুয়ারি) গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের মাঠে সভা-সমাবেশ অনুষ্টিত হচ্ছিল। খবর পেয়ে মোবাইল কোর্ট টিম সমাবেশস্থলে গিয়ে ১০ হাজার টাকা জরিমানা করে। নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারার বিধান অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়।

স্থানীয় বিএনপি নেতা ফরিদ উদ্দিন চৌধুরী এ জরিমানা পরিশোধ করেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। 

তবে এ বিষয়ে কথা বলতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরাকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।