Image description

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেসক্লাবে শনিবার (২০ ডিসেম্বর) বিকালে এক জরুরি সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের তিন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছে।

পদত্যাগকারী নেতারা হলেন- সেলিম শরীফ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, পৌর যুবলীগের সহ-সভাপতি আরিফুল হোসেন ও পৌর আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ব্যক্তিগত কারণ, রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা জটিলতার কারণে তারা দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানান, দলের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা আগের মতোই রয়েছে, তবে বর্তমানে তারা আর কোনও দলীয় পদে থাকতে চান না।

কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম শরীফ বলেন, আমাকে উপজেলা কৃষকলীগে অন্তর্ভুক্ত করা হয়েছিল যা সম্পর্কে আমি অবগত ছিলাম না।

পৌর যুবলীগের সহসভাপতি আরিফ হোসেন বলেন, বিগত সরকারের আমলে আমাকে পৌর যুবলীগের সহ-সভাপতি করা হয়েছিল, তবে সাংগঠনিক কোনও কার্যক্রমে আমি সক্রিয় ছিলাম না।

আবুল কালাম আজাদ বলেন, আমাকে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য করা হয়েছিল আমার জানা ছিল না, বিষয়টি অবগত হওয়ার পরে আমরা পদ থেকে, টুঙ্গীপাড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করলাম।