Image description
 

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমি এই প্রথম নির্বাচন করতে এসেছি। এর আগে আমার বাবা ও ভাইয়ের জন্য ভোট চাইতে এসেছিলাম। এবার নিজের জন্য ভোট চাইতে আসলাম। নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করলে এলাকার উন্নয়নে আমি সর্বাত্মক কাজ করব।

বৃহস্পতিবার বিকেলে আবদুল আউয়াল মিন্টুর ফেনী দাগনভূঞায় আগমন উপলক্ষে শোডাউন ও পথসভায় তিনি ভোট চেয়ে এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, দীর্ঘ ১৬ বছর পর দেশে একটি অপূর্ব সুযোগ এসেছে। মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে। ধানের শীষে ভোট দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী সরকার গঠনের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে সুযোগ করে দিতে হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে অপূর্ব সুযোগ এসেছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিএনপিকে ভোট দিতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী সরকার করতে হবে। আমি নির্বাচনে বিজয়ী হলে এলাকার উন্নয়নে নিরলস কাজ করে যাব।

ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী হওয়ার পর আবদুল আউয়াল মিন্টু আজ বৃহস্পতিবার বিকেলে বিশাল মোটর শোভাযাত্রা ও গাড়িবহরসহ বিপুল নেতাকর্মী নিয়ে দাগনভুঞায় প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করেন। প্রচারণা শুরুতে প্রথামে ছনুয়া, চিলনিয়া, তুলাতলি ও দাগনভুঞা বাজারে নির্বাচনী পথসভা করেন।

বিএনপির নেতা হামিদুর হক ডিলারের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্ল্যাহ মানিক, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন, সেক্রেটারী নঈম উল্ল্যাহ বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল ও সেক্রেটারি এসএম কায়সার এলিন, দাগনভূঞা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আকবর হোসেনসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন