রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুনে প্রায় ৬ হাজার ঘরের অর্ধেকই পুড়ে ছাই হয়ে গেছে। বাকি ৩ হাজার ঘরও স্পর্শ করেছে আগুনের লেলিহান শিখা। একের পর এক দগ্ধদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে। রাত ৮টা ৪০ মিনিটের দিকে বস্তির বাড়িঘর দেখাশোনার দায়িত্বে কর্তব্যরতদের একজন আব্দুর রহিম এ তথ্য জানিয়েছেন।
আব্দুর রহিম বলেন, ৬ হাজারের মধ্যে ৩ হাজার ঘর পুড়ে ছাই। বাকি ৩ হাজারেও আগুন লেগে আছে। একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে এবং হতাহতদের নিয়ে বের হচ্ছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া ৫ টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ওই সময়ে দ্য ডেইলি ক্যম্পাসকে জানিয়েছিলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সাতটা ইউনিট কাজ করছেন। আরো ৪ ইউনিট পথে রয়েছে। তবে সর্বশেষ তথ্যমতে, ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল। সেই দফায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় পুড়েছিল ৬১টি ঘর। তার দুই মাস আগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বরও বস্তিটিতে আগুন লেগেছিল।