গতকালের পর আজ আবারও ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে মৃদুু ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদীর পলাশে ভূমিকম্প অনুভূত হয়।
তার আগের দিন শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে সারাদেশে অন্তত ১১ জন নিহত ও তিন শতাধিক লোক আহত হন।