
দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলার নৌবহর থেকে আলোকচিত্রী, লেখক ও মানবাধিকারকর্মী শহিদুল আলমসহ বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের অপহরণ ও গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন।
আজ বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে বিভিন্ন দল ও সংগঠনের নেতারা এই নিন্দা জানান। অবিলম্বে শহীদুল আলমসহ সব মানবাধিকার কর্মীর নিঃশর্ত মুক্তি এবং জাতিসংঘ ও বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক সব রীতি-নীতি উপেক্ষা করে ইসরায়েল মাঝসমুদ্রে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরকে আটকে পৃথিবীর ৪৪টি দেশের পাঁচ শতাধিক মানবাধিকার কর্মীকে আটক করেছে। সর্বশেষ তারা বাংলাদেশ থেকে অংশ নেওয়া ফ্রিডম ফ্লোটিলার কনশেনস নামে জাহাজে অবস্থানকারী শহিদুল আলমকে অপহরণ করেছে।
বিবৃতিতে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পৃথিবীব্যাপী লড়াইকে জোরদার করার জন্য বিশ্ববাসীর প্রতি অনুরোধ জানানো হয়।
হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের (এইচআরএফবি) পৃথক বিবৃতিতে বলা হয়, গাজায় চলমান মানবিক সংকট মোকাবিলায় সহায়তা ও সহমর্মিতা প্রদর্শনের উদ্দেশ্যে যাত্রারত মানবাধিকার কর্মীদের এই আটক আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবিক আচরণের পরিপন্থি। এটি মতপ্রকাশের স্বাধীনতা ও মানবিক সহায়তার মৌলিক অধিকারের ওপরও সরাসরি আঘাত।
বিবৃতিতে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে শহিদুল আলমের নিরাপদ মুক্তির জন্য কার্যকর উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে ফ্রিডম ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়া সকল মানবাধিকারকর্মী, সাংবাদিক, চিকিৎসক, জাহাজের ক্যাপ্টেন এবং স্টাফদেরও মুক্তির জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।
এইচআরএফবির পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেছেন ড. হামিদা হোসেন, অ্যাডভোকেট সুলতানা কামাল, রাজা দেবাশীষ রায়, অ্যাডভোকেট জেড আই খান পান্না, শাহীন আনাম, জাকির হোসেন, ব্যারিস্টার সারা হোসেন, রঞ্জন কর্মকার, সালেহ আহমেদ, সঞ্জীব দ্রং, ড. ইফতেখারুজ্জামান, ডা. ফওজিয়া মোসলেম, শামসুল হুদা, খুশী কবির, সরদার জাহাঙ্গীর হোসেন, শিপন কুমার রবিদাস, সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, দেওয়ান জামান, পল্লব চাকমা, রোকেয়া রফিক বেবী, গীতা দাস, আবদুস সাত্তার দুলাল ও আশরাফুন্নাহার মিষ্টি।