
কক্সবাজারের চকরিয়া পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী অপহরণের একদিন পর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে প্রযুক্তির সহায়তায় চকরিয়া থানা পুলিশের একটি টিম উখিয়া ক্যাম্পে অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করেন।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
ভিকটিম শিশুর বাবা বলেন, সবুজবাগ এলাকায় বাসায় আমার মেয়েকে প্রাইভেট পড়াত গৃহশিক্ষক। মঙ্গলবার বিকেলে পরিবার সদস্যদের অগোচরে ওই শিক্ষক কৌশলে বাসা থেকে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।
তিনি বলেন, বুধবার সকালে অপহরণকারী ওই শিক্ষক মোবাইলে আমার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি আমি চকরিয়া থানার ওসিকে জানাই। পরে একপর্যায়ে তার দেওয়া একটি বিকাশ নম্বরে কিছু টাকা পাঠাই। এরপর ওই বিকাশ নম্বরের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় চকরিয়া থানা পুলিশের একটি টিম বুধবার বিকেলে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিমকে উদ্ধার করে। তবে ওইসময় অপহরণকারী পালিয়ে যায়।
এ বিষয়ে ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, বুধবার রাত ১০টার দিকে ভিকটিম ওই শিশুকে চকরিয়া থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় জড়িত অপহরণকারীকে ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।