Image description

 একই সড়কে বার বার খোঁড়াখুঁড়ি। সেবা সংস্থার কাজে নেই কোনো সমন্বয়। বছরের বেশিরভাগ সময় ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। এদিকে নগর পরিকল্পনাবিদ জানান, ভিন্ন ভিন্ন টেন্ডার থেকে অর্থ আত্মসাৎ করতেই সমন্বয়হীনতা কাজে। সম্প্রতি সময় সংবাদের সরেজমিন প্রতিবেদনে উঠে এসেছে এসব চিত্র।

রাজধানীর বেশ কিছু এলাকায় প্রায় সারা বছরই রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ চলে বিভিন্ন সিবা সংস্থার। এসব এলাকার মানুষজন খুব কষ্ট করে চলাফেরা করে আসছে সামনে দিনে সুফল পাওয়ার আসায়।

 
সড়কের এ রুগ্ন দশা রাজধানীর চারটি আলাদা আলাদা আবাসিক এলাকায় গিয়ে দেখা গেছে যানবাহন চলাচল তো দূরের কথা, রাস্তা দিয়ে হাঁটাও কঠিন হয়ে পড়েছে। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। উত্তর মূগদাপাড়া, আর কে মিশন রোড, মোহাম্মদপুরের নুরজাহান রোড, উত্তরখানসহ বেহাল রাজধানীর অর্ধশতাধিক সড়ক। বছরজুড়ে চলা খোঁড়াখুড়িতে ভোগান্তির শেষ নেই নগরবাসীর।
 
এ জনদুর্ভোগের যেন কোনো শেষ নেই। রাজধানীবাসীর অভিযোগ, ওয়াসা, ডিপিডিসি, তিতাসসহ সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে একই রাস্তায়, একই বছরে কাজ চলে বহু বার। তাই বছরজুড়েই ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীদের।
 
 
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি বন্ধে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ জিল্লুর রহমান।
 
আর নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, ভিন্ন ভিন্ন টেন্ডার থেকে অর্থ আত্মসাৎ করতেই কাজে সমন্বয় নেই। পরিস্থিতি উত্তরণে সব সেবা সংস্থাগুলোকে সিটি করপোরেশনের আওতায় এনে স্মার্ট ড্রেনেজ সিস্টেম চালুর পরামর্শও তার।
 
নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সড়ক সংস্কারের পরিকল্পনায় পরিবর্তন আনার সুবর্ণ সুযোগ বলেও মনে করেন এ পরিকল্পনাবিদ।