লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের পর মুখ খুলেছেন দেশটির বিরোধী নেতা এদমুন্দো গনসালেস। ভেনেজুয়েলান সেনাবাহিনীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, যেন তারা জনগণের ম্যান্ডেট রক্ষা করে তাকে ক্ষমতায় নিয়ে আসে। তার দাবি, যিনি এতদিন ক্ষমতা ‘দখল করে’ ছিলেন, তিনি এখন ক্ষমতায় নেই এবং বিচারের মুখোমুখি হয়েছেন, আর এটি কেবল একটি ধাপ, ভেনেজুয়েলার সামনে আরও বড় কাজ বাকি। খবর বিবিসি
এদমুন্দো গনসালেস বলেন, ‘গত কয়েক দিনের ঘটনা প্রবাহ ভেনেজুয়েলার সাম্প্রতিক ইতিহাসে এক মোড় ঘুরিয়ে দিয়েছে। এই মুহূর্ত একটি গুরুত্বপূর্ণ ধাপ— কিন্তু এটা যথেষ্ট নয়।’ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় গনসালেস এই বক্তব্য দেন। ভেনেজুয়েলার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অনেকেই তাকে ‘আসল বিজয়ী’ বলে মনে করেন এবং দেশটিতে মার্কিন হামলার পর এটাই তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া।
তিনি বলেন, ‘যিনি ক্ষমতা দখল করেছিলেন, আজ তিনি আর ক্ষমতায় নেই এবং এখন বিচারের মুখোমুখি হয়েছেন। এই বাস্তবতা নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে, কিন্তু আমাদের সামনে যে মৌলিক কাজগুলো আছে, তার বিকল্প নয়’। গনসালেস বলেন, সেনাবাহিনীকে ২০২৪ সালের জুলাইয়ের নির্বাচনে জনগণের দেয়া ম্যান্ডেট রক্ষা করতে হবে।
তিনি ভেনেজুয়েলাবাসীকেও মনে করিয়ে দেন— সংবিধান ও প্রজাতন্ত্রের প্রতি তাদের বিশ্বস্ততা থাকা উচিত। গনসালেস বলেন, ‘কোনও ধরনের দণ্ডমুক্তি ছাড়া ভেনেজুয়েলার প্রয়োজন সত্য, ন্যায়বিচার ও পুনর্মিলন।’
এদিকে যুক্তরাষ্ট্রে মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে বিচার হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের। শনিবার এমনটিই জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। এই অভিযোগ প্রমাণ হলে বড় ধরনের সাজা হতে পারে তাদের।
গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বন্ডি জানান, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদ এবং কোকেন আমদানির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে (ব্যবহারের জন্য) মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্র রাখা’ সংক্রান্ত অপর একটি অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইট অনুযায়ী, ইউএস কোড ৮৪১-এর অধীনে ২৮০ গ্রামের বেশি ক্র্যাক কোকেন বা ৫ কিলোগ্রামের বেশি কোকেন বিতরণ বা বিতরণের উদ্দেশ্যে নিজের কাছে রাখার ষড়যন্ত্রের জন্য ন্যূনতম ১০ বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
কর্নেল ল’ স্কুলের তথ্য অনুযায়ী, ইউএস কোড ৯৬০-এর আওতায় মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত হলে, ধারা ৮৪১-এর ন্যূনতম শাস্তির অন্তত দ্বিগুণ কারাদণ্ড হতে পারে। এর অর্থ ন্যূনতম শাস্তি কমপক্ষে ২০ বছর।
বন্ডির ঘোষিত অভিযোগ এবং ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক হামলার সঙ্গে ১৯৮৯ সালের ডিসেম্বরে পানামায় হামলার সাদৃশ্য দেখা গেছে। সে সময় স্বৈরশাসক ম্যানুয়েল নরিয়েগা আত্মসমর্পণ করেছিলেন।
এর আগের বছর ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে নরিয়েগার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। ১৯৯২ সালে মাদক পাচার ও অর্থ পাচারের আটটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে ৪০ বছরের কারাদণ্ড দেয়া হয়।