তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট চাপ না দেওয়ায় ইসরাইল ফিলিস্তিনিদের, বিশেষ করে শিশু ও নারীদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশটির রাজধানী আঙ্কারায় ‘নারী প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস’-এর অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন।
দখলদার ইসরাইলের হত্যাযজ্ঞ সামনে টেনে এরদোগান বলেন, ‘এই সংঘাতে সবচেয়ে বেশি ভোগেন নারী ও শিশুরা। গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞে নিহত শিশু ২০,০০০-এর বেশি। নিহতদের দুই-তৃতীয়াংশ নারী ও শিশু। এটি ভয়ানক সংখ্যা।’
এরদোগান আরও বলেন, ফিলিস্তিনি নারীদের ওপর হওয়া এই হত্যাযজ্ঞকে সহ্য বা উপেক্ষা করা যায় না। ইসরায়েলের ওপর যথেষ্ট চাপ আরোপ করা হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় ন্যায্য প্রতিক্রিয়া প্রদানে ব্যর্থ হয়েছে।’
এরদোয়ান উল্লেখ করেন, গাজার আমাদের বোনেরা জানেন এই ঘটনা আমাদের বিবেককে কতটা ক্ষতিগ্রস্ত করেছে। সমস্যার সমাধানে আন্তর্জাতিক ব্যর্থতা এটিকে আরও দীর্ঘমেয়াদি করে তুলেছে। গাজার নারীদের অবহেলা ছাড়াও, পুঁজিবাদী ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত নারীদেরও তারা উপেক্ষা করে। কিন্তু নারীর মর্যাদা বা জীবনের ওপর আঘাত প্রতিরোধ করা অবশ্যক।’