Image description
 

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল গঠনের পরিকল্পনা প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, ক্ষমতায় থেকে কোনো দল গঠন করা যাবে না, এটা পরিষ্কার কথা। দল গঠন করতে হলে আগে সরকারের দায়িত্ব হস্তান্তর করতে হবে। 

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমার দেশ আমার অধিকার’ আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ক্ষমতায় থেকে নির্বাচনে অংশ নেওয়া যাবে না। নির্বাচনে অংশ নিতে হলে, দল গঠন করতে হলে আগে সরকারের দায়িত্ব ছেড়ে দেন। ইউনূস সাহেব যদি মনে করেন উনারও একটা দল গঠন করা দরকার, তাহলে উনিও সরকার থেকে সরে যাক, তারপর দল করুক। 

তিনি আরও বলেন, ভোটের জন্য ১৫ বছর ধরে লড়াই করলাম। আজ দেখা যাচ্ছে বর্তমান সরকার ভোট নিয়ে টালবাহানা করছে। কারণ ভোট দিলে নাকি বিএনপি ক্ষমতায় চলে আসবে। বিএনপি কি জোর করে ক্ষমতায় চলে আসতে পারবে? ভোট হলে যদি জনগণ নির্বাচিত করে, তাতে ইউনূস সরকারের আপত্তিটা কোথায়?

 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন আমার দেশ আমার অধিকারের চেয়ারম্যান শেখ সাখাওয়াত তানজীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল আহমেদ প্রমুখ।