Image description

রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে লিফলেট বিতরণ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তাদের লিফলেট বিতরণ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে। এ সময় তাদের কেউ কেউ ছবি তুলছেন, ভিডিও ধারণ করছেন। এদিন সকালে একই রকম দৃশ্য দেখা গেছে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনেও।

জানা যায়, অন্তর্বর্তী সরকারকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ১৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রথম দিনের কর্মসূচি হিসেবে লিফলেট বিতরণ করার চেষ্টা করেছে তারা। কর্মসূচি অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত লিফলেট বিতরণ চলবে।
 
মোহাম্মদপুর এলাকায় প্রচারপত্র বিতরণের সময় আওয়ামী লীগের উপকমিটির সদস্য প্রকৌশলী সঞ্জীব ইসলাম আপেন্দী, মাহাবুব খান, ছাত্রলীগের সাবেক সহসম্পাদক রুমন সরদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ও ছাত্রলীগের সাবেক উপসম্পাদক তড়িৎ চৌধুরী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ কর্মসূচি চলছে জানিয়ে আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, ‘আজ থেকে টানা পাঁচ দিন ঢাকা মহানগরসহ সারা দেশে লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। আমরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেছি। এই কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছে।’

এদিন সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে ও আশপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন আ. লীগের নেতাকর্মীরা।
 
প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতর কর্মসূচিতে ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম আব্দুর রহিম, ছাত্রলীগের সাবেক সহসম্পাদক এনামুল হক প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম এম নাজমুল হাসান, হাসান আহমেদ খান, ছাত্রলীগের সাবেক উপ-মানবসম্পদ সম্পাদক কপিল হালদার সজল, আমিনুল ইসলাম, আব্দুস সামাদ লাভলু, আলী হোসেন, মাহমুদুল হাসান মামুনসহ অন্যরা অংশ নেন।