Image description

ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তার অর্থায়ন বন্ধ হওয়ায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ১ হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির চিঠি দিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করতেন।

আইসিডিডিআরবি সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি কর্মকর্তা-কর্মচারী কাজ হারিয়েছেন সংক্রামক রোগ বিভাগের যক্ষ্মাবিষয়ক কর্মসূচি থেকে। যক্ষ্মা কর্মসূচির কর্মকর্তা-কর্মচারীরা সরকারের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে কাজ করতেন। আইসিডিডিআরবি পরিচালিত সব কর্মসূচির প্রায় ২০ শতাংশের অর্থায়ন করে ইউএসএআইডি।

আইসিডিডিআরবির জ্যেষ্ঠ ব্যবস্থাপক এ কে এম তারিফুল ইসলাম খান বলেন, আমরা যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের অর্থায়নে চলমান প্রকল্প ও গবেষণাগুলো পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত রেখেছি। আমাদের সেবাগ্রহীতা, অংশীদার ও সহকর্মীদের যে কোনো অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং সহানুভূতি প্রকাশ করছি। আমরা আশাবাদী যে, শিগগিরই আমাদের কার্যক্রম পুনরায় শুরু করতে পারব। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি ইউএসএআইডি বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও বাস্তবায়নাধীন সব চুক্তি, কার্যাদেশ, মঞ্জুরি, সহযোগিতামূলক চুক্তি বা অন্যান্য প্রকল্পের সব ধরনের কর্মসূচি বন্ধ বা স্থগিত রাখার নির্দেশ দেয়।