তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্দেশ্যে আমজনতার দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেছেন, আপনাদের দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা। দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্যেও ক্ষমতা। দুইটাই ক্ষমতার উদ্দেশ্যে একবার দায়িত্ব নিয়েছেন ছয় মাস ধরে খাবেন বলে। আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনে পাঁচ বছর খাওয়ার জন্য।শুক্রবার (৩১ জানুয়ারি) একটি বিক্ষোভ সমাবেশে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন।কড়া সমালোচনা করে তিনি আরো বলেন, লজ্জা লাগে না দেশকে ফাঁদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন।দেশকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাচ্ছেন। ছাড়বেন কেন ক্ষমতা? ছাড়লে নিয়েছেন কেন?
এরপর তিনি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্দেশ্যে বলেন, আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের উপর একটা দায়িত্ব ছিল। উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু করবেন। ১০৮ কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন। আমাদের আসিফ মাহমুদ ভাই সেই ক্ষতিপূরণ আদায় না করে উল্টো ওই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিলেন।তিনি বলেন, আমার কথা আপনি কী সংস্কার করবেন। আপনারা একটা একটা করে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। আবার শুনছি আপনারা নাকি দুইজনের দায়িত্ব ছেড়ে দিবেন। আমার কথা হলো দায়িত্ব যদি ছেড়ে দিবেন দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি? দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি?