ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর পাশে দাঁড়িয়েছেন তার স্কুলজীবনের বন্ধুরা। এসএসসি ২০১৪ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে নির্বাচনি ব্যয়ের জন্য তাকে ১৪ লাখ টাকা উপহার দেওয়া হয়েছে।
শনিবার বিকালে দেদিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে হাসনাতের হাতে আনুষ্ঠানিকভাবে এ অর্থ তুলে দেওয়া হয়। হাসনাত ২০১৪ সালে এ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনি মাঠে হাসনাতের পাশে দাঁড়াতেই একত্র হন বন্ধুরা। এই ১৪ লাখ টাকা প্রবাসে থাকা ও দেশে অবস্থানরত ২০১৪ ব্যাচের বন্ধুরা সম্মিলিতভাবে হাসনাতকে উপহার দেন।
অনুষ্ঠানে হাসনাতের কয়েকজন বন্ধু তাকে নিয়ে কথা বলেন। এই উপহারকে বন্ধুত্ব, আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তারা। বন্ধুরা আশা প্রকাশ করেন, হাসনাত আবদুল্লাহ নির্বাচনে বিজয়ী হয়ে দেবিদ্বারের উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।
এ সময় রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সমর্থনের কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাসনাত বলেন, ইতিবাচক ও জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে সবার ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন।
তিনি বলেন, ‘অতীতে আমাকে নানা কটূক্তি করা হয়েছে। বলা হয়েছিল, আমি ৫০০ ভোটও পাবো না। আমার বিরুদ্ধে জুতামিছিল হয়েছে, আমাকে বলা হয়েছিল আমার বংশপরিচয় নেই। কিন্তু আমার বিশ্বাস ছিল, রেয়াজ উদ্দিনের বন্ধুরা যদি আমার পাশে দাঁড়ায়, তাহলে আর কাউকে খুঁজতে হবে না। সেই বিশ্বাস ভুল ছিল না। আজ বন্ধুরা আমার পাশে। তাদের এই ভালোবাসা ভোটের মাঠে আমাকে প্রেরণা জোগাবে।’