বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াতের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টসহ দলটির কয়েকজন শীর্ষ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সম্প্রতি একটি সাইবার হামলার ঘটনা ঘটেছে।
দলটির কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম জানায়, অত্যন্ত সুপরিকল্পিত ও সমন্বিত একটি পদ্ধতির মাধ্যমে হামলাকারীরা সাময়িকভাবে একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় অন্য কোনো অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানানো হয়।
হামলার সময় আমীরে জামায়াতের নামে একটি অননুমোদিত ও ভুয়া বক্তব্য সংবলিত পোস্ট প্রকাশিত হয়। এ বিষয়ে ক্যাম্পেইন টিমের পক্ষ থেকে জানানো হয়, উক্ত পোস্টের সঙ্গে আমীরে জামায়াতের কোনো বক্তব্য বা অবস্থানের কোনো সম্পর্ক নেই এবং এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাধারণ জনগণ, সাংবাদিক এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ভুয়া সংবাদ, বানানো উদ্ধৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শুধুমাত্র অফিসিয়াল ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার অনুরোধ জানানো হয়।
দলটি আরও জানায়, ডিজিটাল নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সাইবার সিকিউরিটি আরও শক্তিশালী করা হবে।