Image description

সাতক্ষীরা সদর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আজাহারুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।  

উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাঁশদহা বাজারের তিনি দীর্ঘদিন ব্যবসা করে আসছেন। আজ শনিবার জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন এই ব্যবসায়ী। 

স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, একজন পরিচিত ব্যবসায়ী ও দীর্ঘদিনের বিএনপি কর্মীর দল পরিবর্তন স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। বিশেষ করে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে ভোটারদের মনোভাব ও দলীয় কর্মীদের অবস্থানেও পরিবর্তন আসতে পারে।