Image description

ঢাকা–৭ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাজী এনায়েত উল্লার নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর চকবাজার এলাকায় ওই সমাবেশ চলাকালে তাদের আটক করা হয়।

চকবাজার থানা জামায়াতের আমির মো. আনিসুর রহমান জানান, মৌলভীবাজার টাওয়ারে ব্যবসায়িক সমিতির উদ্যোগে হাজী এনায়েত উল্লাহর পক্ষে একটি নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ চলাকালে একপর্যায়ে খবর আসে যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিন যুবক সমাবেশস্থলে অবস্থিত ভবনে প্রবেশের চেষ্টা করছে। বিষয়টি জানার পর নেতা-কর্মীরা সিকিউরিটি গার্ডের সহায়তায় তিনজনের মধ্যে দুইজনকে আটক করে থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রসহ আটক যুবকদের চকবাজার থানায় নিয়ে যায়। হাজী এনায়েত উল্লাহ ব্যবসায়িক সমিতির তিনবারের নির্বাচিত সভাপতি ছিলেন।

এ বিষয়ে চকবাজার থানার ডিউটি অফিসার বলেন, আটক ব্যক্তিদের পরিচয় এবং তারা কী উদ্দেশ্যে অস্ত্র বহন করছিলেন তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত চলমান থাকায় আপাতত বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।