Image description
উত্তর ও দক্ষিণাঞ্চলে নারীরা এগিয়ে পুরুষ ভোটার বেশি পূর্বাঞ্চলে সর্বোচ্চ ৮ লাখ ৩৩৩ ভোটার গাজীপুর-২ আসনে সর্বনিম্ন ২ লাখ ২৮ হাজার ভোটার ঝালকাঠি-১ আসনে চট্টগ্রাম-১০ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার বেশি

এবারের ভোটার তালিকায় ৩০০টি আসনের মধ্যে ৭৮টি আসনে পুরুষের তুলনায় নারী ভোটার বেশি রয়েছেন। দেশের উত্তর ও দক্ষিণ এলাকার আসনগুলোয় ভোটারদের মধ্যে নারী ভোটার বেশি। অন্যদিকে দেশের পূর্বাঞ্চলে নারীদের তুলনায় পুরুষ ভোটার অনেক বেশি।

গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাওয়া আসনভিত্তিক ভোটার তথ্য থেকে এই হিসাব মিলেছে।

উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে ঠাকুরগাঁও-১, দিনাজপুর-৫ ও ৬, রংপুর-৩, ৪, ৫ ও ৬, কুড়িগ্রামের চারটি আসনের সব, গাইবান্ধার পাঁচটি আসনের সব, জয়পুরহাটের দুটি আসনের সব, বগুড়ার সাতটি আসনের মধ্যে ৩, ৪, ৫ ও ৬ নম্বর আসন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন, নওগাঁর ছয়টি আসনের মধ্যে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর আসন, রাজশাহীর ছয়টি আসনের মধ্যে ১, ২, ৩ ও ৬, নাটারের চারটি আসনের সব, সিরাজগঞ্জ-১ ও ৪ নম্বর আসন, পাবনা-৪ আসন, মেহেরপুর-২ আসন, কুষ্টিয়া-৩ আসন, চুয়াডাঙ্গা-১ আসন, ঝিনাইদহ-২ আসন, যশোর-১ ও ৪, মাগুরা-১, নড়াইল-২, বাগেরহাট-১ ও ২, খুলনা-১, ২, ৪ ও ৫, সাতক্ষীরা-১ ও ২, বরগুনা-১ ও ২,  পিরোজপুর-১, টাঙ্গাইল-৮, জামালপুর-৪ ও ৫, শেরপুরের তিনটি আসনের সব, ময়মনসিংহ-১, ৪ ও ১১, ঢাকা-২০, গাজীপুর-১, ২, ৩ ও ৪, নরসিংদী-৪ এবং ফরিদপুর-৩  নম্বর আসন। এসব আসনে ব্যবধান খুব বেশি না হলেও পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি। যেমনবগুড়া-৬ আসনে পুরুষ ভোটার দুই লাখ ২২ হাজার ৭৯৬ জন, আর নারী ভোটার দুই লাখ ৩২ হাজার ২৩৭ জন। আবার ঠাকুরগাঁও-১ আসনে পুরুষ ভোটার দুই লাখ ৫৫ হাজার ৫৩ জন, আর নারী ভোটার দুই লাখ ৫৬ হাজার ৫৭২ জন।

সিলেট, কুমিল্লা ও  চট্টগ্রাম বিভাগের কোনো আসনেই পুরুষের তুলনায় নারী ভোটার বেশি না। কক্সবাজার-৩ আসনে নারীর তুলনায় পুরুষ ভোটার সবচেয়ে বেশি। এই আসনে পুরুষ ভোটার দুই লাখ ৯১ হাজার ৯৯ জন। আর নারী ভোটার দুই লাখ ৫৪ হাজার ৮৬২ জন।

সর্বোচ্চসংখ্যক তৃতীয় লিঙ্গের ভোটার চট্টগ্রাম-১০ আসনে : তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটার বেশি চট্টগ্রাম-১০ আসনে। এই আসনে ২৯ জন হিজড়া ভোটার রয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ জন হিজড়া ভোটার রয়েছেন সিরাজগঞ্জ-৪ আসনে। ১৫ জন রয়েছেন নরসিংদী-৫ আসনে। ১৩ জন করে রয়েছেন দিনাজপুর-৬, নেত্রকোনা-৪, ঢাকা-১৯ ও গাজীপুর-২, সুনামগঞ্জ-৪, সিলেট-১ ও হবিগঞ্জ-৩ আসনে।

১২ জন করে রয়েছেন নেত্রকোনা-২, ঢাকা-৭, গাজীপুর-১ ও নরসিংদী-১ আসনে। ১১ জন করে রয়েছেন ঝিনাইদহ-২, বরগুনা-১ আসনে। আর ১০ জন করে রয়েছেন গাইবান্ধা-৪, বগুড়া-৬, যশোর-৩, খুলনা-২, জামালপুর-৫, ময়মনসিংহ-৪, শরীয়তপুর-১ ও  সুনামগঞ্জ-১ আসনে।

সর্বোচ্চ ও সর্বনিম্ন ভোটার সংখ্যা : এবারের নির্বাচনে সর্বোচ্চসংখ্যক আট লাখ চার হাজার ৩৩৩ ভোটার রয়েছেন গাজীপুর-২ আসনে। দ্বিতীয় সর্বোচ্চ সাত লাখ ৪৭ হাজার ৭০ জন ভোটার ঢাকা-১৯ আসনে। তৃতীয় সর্বোচ্চ সাত লাখ ২০ হাজার ৯৩৯ জন ভোটার রয়েছেন গাজীপুর-১ আসনে। আর সংখ্যায় সর্বনিম্ন দুই লাখ ২৮ হাজার ৪৩১ জন ভোটার রয়েছেন ঝালকাঠি-১ আসনে। এ ছাড়া পাঁচ লাখ থেকে ছয় লাখ পর্যন্ত ভোটার রয়েছেন ৫১টি আসনে। আর ছয় লাখ থেকে প্রায় সাত লাখ পর্যন্ত ভোটার রয়েছেন ১০টি আসনে। এবারের সংসদ নির্বাচনে প্রার্থীদের ভোটারপ্রতি ব্যয় ১০ টাকা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গাজীপুর-২ আসনটি সর্বোচ্চসংখ্যক ভোটারের আসন হওয়ায় এ আসনে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা সর্বোচ্চ ৮০ লাখ ৪৩ হাজার ৩৩০ টাকা টাকা ব্যয় করতে পারবেন।

অন্যদিকে ঝালকাঠি-১ আসনে  একজন প্রার্থী নির্বাচন কমিশন নির্ধারিত সর্বনিম্ন  ২৫ লাখ টাকা সর্বোচ্চ ব্যয় করতে পারবেন।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, প্রার্থীরা ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন অথবা সর্বনিম্ন ২৫ লাখ টাকার মধ্যে যেটা সবচেয়ে বেশি হবে, সেটা ব্যয় করতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী তফসিল ঘোষণার আগে গত নভেম্বরে দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ছয় কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার এক হাজার ২৩৪ জন।