Image description

এবার ও ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে,নির্বাচনের দিন ফজর নামাজ পড়বেন ভোটকেন্দ্রে,ধানের শীষ সরকার গঠন করলে, আমাদের তরুন সমাজে যুব সমাজে বেকার সমস্যা আছে,বেকার সমস্যা একটা বিরাট সমস্যা।বেকারদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করবো কর্মসংস্থান এর জন্য।দেশে যেনো একটা ব্যবসা করতে পারে এবং বিদেশে গিয়ে ভালো একটা কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার(২২জানুয়ারী)রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্রাপাড়া খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,ফ্যামেলি কার্ডের ব্যবস্থা করবো,পুরুষের পাশাপাশি মহিলাদের যদি সাপোর্ট থাকে তাহলে একটা ফ্যামিলি খুব ভালোভাবে চলতে পারে,সন্তানদের মানুষ করতে পারে,তাই গৃহিনীদের জন্য এই ব্যবস্থা করে দেবো,তাছাড়া কৃষকদের জন্য কৃষি থাকবে বিনামূল্যে সার,বীজ যেনো কৃষকেরা পায়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ এবং ব্রাহ্মণবাড়িয়া১(নাসিরনগর)আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ হান্নান,ব্রাহ্মণবাড়িয়া২(সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক)আসনে বিএনপির জোট প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিব,ব্রাহ্মণবাড়িয়া৩(সদর বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব (শ্যামল),ব্রাহ্মণবাড়িয়া৪(কসবা আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান,ব্রাহ্মণবাড়িয়া৫(নবীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মান্নান,ব্রাহ্মণবাড়িয়া৬ আসনে বিএনপি জোট প্রার্থী মোঃ জোনায়েদ সাকীসহ জেলা উপজেলার হাজারও নেতাকর্মী এবং সাধারণ জনগণ।