Image description
 

সিনিয়র হয়েও যারা ক্যাম্পাসে অবস্থান করছে এদের শারীরিক দুর্বলতা স্পষ্ট বলে মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

 

সোমবার (১৯ জানুয়ারি) ফেসবুক পোস্টে তিনি এ কথা লেখেন।

সালাহউদ্দিন আম্মার আরও লেখেন, যারা ০৭-০৮ সেশনের বা তার থেকে সিনিয়র হয়েও ক্যাম্পাসে অবস্থান করছে এদের শারীরিক দুর্বলতা স্পষ্ট। তাদের সময় যারা ক্যাম্পাসে ছিল তাদের ২টা করে বাচ্চা আছে, প্রথমটার বিয়ের আলাপ চলছে।

তিনি আরও লেখেন, আর এই আধ দামড়া বুড়াছাগলগুলো এখনো নিজেরে ছাত্র পরিচয়ে ক্যাম্পাসে টিকাইয়া রাখছে। কলিকাতা হারবাল, ঘরের বাজারের হানি নাটস এবং সর্বশেষ চিকিৎসা তান্ত্রিকশক্তি।