সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে ১০টি নতুন এয়ারগান ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) ভোরে জৈন্তাপুরের উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি পালিয়ে যায়।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
জেলা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল যোগে দুজন লোক চেকপোস্টের সামনে আসলে এ গাড়িটি থামানোর জন্য সংকেত প্রদান করে পুলিশ। এ সময় মোটরসাইকেলসহ একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে আরোহীরা দৌড়ে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ভারতীয় ৪টি ক্যামো রঙের নতুন এয়ারগান ও ৬টি কালো রঙের নতুন এয়ারগান এবং একটি পুরোনো সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা কালবেলাকে বলেন, আমাদের চেকপোস্টে তল্লাশিকালে ১০টি নতুন এয়ারগান ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। মোটরসাইকেলযোগে এয়ারগান বহনকারী দুই পলাতক ব্যক্তির পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।