Image description

বগুড়ার ধুনট উপজেলায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল চালকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে আব্দুল খালেক নামে এক পুলিশ সদস্য গণপিটুনির শিকার হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল খালেক ধুনট থানায় কর্মরত আছেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় টিএসআই আবুল কালামের নেতৃত্বে চেকপোস্ট বাসানো হয়।

সেখানে আব্দুল খালেক ও আব্দুল হামিদ নামে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। এ সময় রাস্তায় মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করতে থাকেন পুলিশ সদস্যরা। তল্লাশি চলাকালে রাস্তায় একটি মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় তার বিরুদ্ধে মামলা দেন টিএসআই আবুল কালাম আজাদ। একই সময় আরো একটি মোটরসাইকেলের গতিরোধ করে চালকের কাছ থেকে এক হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশ সদস্য আব্দুল খালেকের বিরুদ্ধে।

এদিকে ঘুষ নেওয়ার বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্য আব্দুল খালেককে ধরে গণপিটুনি দিতে থাকে। পরে আব্দুল খালেক ঘটনাস্থল থেকে কৌশলে সটকে পড়েন। এ সময় উত্তেজিত জনতা অন্য পুলিশ সদস্যদের ঘেরাও করে রাখে। সংবাদ পেয়ে থানার এসআই মোস্তাফিজার রহমান ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেন।

অভিযুক্ত পুলিশ সদস্য আব্দুল খালেক বলেন, ঘটনাস্থলে জনগণ আমার দেহ তল্লাশি করে আমার কাছে একটি টাকাও পায়নি। তারপরও ঘুষ নেওয়ার মিথ্যা অভিযোগে জনগণ আমাকে লাঞ্ছিত করেছে।

এ বিষয়ে টিএসআই আবুল কালাম আজাদ বলেন, সিনিয়র পুলিশ কর্মকর্তাদের নির্দেশে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি মোটরসাইকেল আটক করে কাগজপত্র যাচাই করতে থাকি। এসময় পুলিশ সদস্য আব্দুল খালেক অন্য একটি মোটরসাইকেল আটক করে ছেড়ে দেন।

এ সময় চালকের কাছ থেকে টাকা নিয়েছে কী না তা আমি জানি না। তবে জনগণ উত্তেজিত হয়ে পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেছে।

শীর্ষনিউজ