শুধু মিছিল-মিটিং-স্লোগানে রাজনীতি সীমাবদ্ধতা রাখতে চায় না বিএনপি বরং জনবান্ধব-জনকল্যাণমূলক কাজে আরও বেশি মনোযোগ দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে যশোরে বিরল রোগে আক্রান্ত শিশু আফিয়ার পরিবারের সাথে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন তারেক রহমান। এ সময় আফিয়া ও তার মায়ের জন্য বিএনপির পক্ষ থেকে তৈরি করা নতুন ঘর হস্তান্তর করা হয়।
পরে তারেক রহমান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপি রাজনীতি নিয়ে যেতে চায় মানুষের উপকারের জন্য। একদল, আরেক দলকে দোষারোপ করলে মানুষের পেট ভরে না। এ সময় অসহায় মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দেয়ার কথাও বলেন তিনি।
তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় এলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে, যারা গ্রামে গ্রামে গিয়ে মানুষের চিকিৎসা দেবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে। বন্যা নিয়ন্ত্রণে খাল খনন চালু হবে।
শীর্ষনিউজ