Image description

বাংলাদেশ জাতীয়তবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দলটির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও বিএনপি মিডিয়া সেল পেজে পৃথক পোস্টের মাধ্যমে দোয়া চাওয়া হয়।

রাত ১টা ৬ মিনিটে বিএনপি মিডিয়া সেল পেজ থেকে লেখা হয়, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার

সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।”

এর কিছুক্ষণ আগে রাত ১টা ১ মিনিটে বিএনপি’র পেজ থেকে লেখা হয়, “মহান আল্লাহর দয়ায় ও দেশবাসীর দোয়ায় সুস্থ হয়ে উঠুক দেশনেত্রী বেগম খালেদা জিয়া।”

এদিকে, এদিন রাত ১০টার দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে ও খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান বলে জানা গেছে। এ সময় তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ পরিবারের ঘনিষ্টজনরা সঙ্গে ছিলেন।

প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি আগের মতোই ‘সংকটময় মুহূর্ত’পার করছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ন গঠিত মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।