চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের ছেলে ও দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মুহাম্মদ হাসান আলী।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে মুহাম্মদ হাসান আলী ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
জামায়াতের প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে আমি সরে দাঁড়িয়েছি। আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি নেতাকর্মীদের নিয়ে এই আসনে জোটের প্রার্থীর পক্ষে কাজ করবো।’
এ প্রসঙ্গে মুহাম্মদ হাসান আলী বলেন, ‘জোটগত আসন সমঝোতার সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমাদের দলের সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল।’
জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রিদুয়ান হৃদয় বলেন, ‘আমাদের শুধু মাত্র চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও) আসনে প্রার্থী আছে। চন্দনাইশে এনসিপি থেকে কেউ মনোনয়নপত্র জমা দেননি।’