Image description

ধানমন্ডিতে মায়ের বাসা থেকে রাতে আবারও এভারকেয়ার হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়ার কাছে গেছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টা ২১ মিনিটে তিনি সেখানে যান। তবে কতক্ষণ অবস্থান করবেন তা জানা যায়নি।

বেলা ১১টা ৫৩ মিনিটে প্রথমবার প্রবেশ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে অবস্থানের দুই ঘণ্টার কিছু সময় অবস্থান করেন জুবাইদা রহমান। দুপুর আড়াইটায় এভার কেয়ার হাসপাতাল থেকে মায়ের বাসা ধানমন্ডির দিকে রওনা হয় তার গাড়ি বহর।

এর আগে বেলা পৌনে ১১টায় তাকে বহনকারী বিজি লন্ডন ৩০২ ল্যান্ড বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের পরপরই স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে হি‌থ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠেন ডা. জুবাইদা।

দলীয় সূত্র জানিয়েছে সব কিছু ঠিক থাকলে রবিবার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারে খালেদা জিয়াকে বহনকারী কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।