দেশের ১৮ কোটি মানুষের চোখ এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের দিকে। সেখানে সিসিইউতে চিকিৎসাধীন জাতীয় ঐক্যের প্রতীক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিসসহ নানা জটিলতায় আক্রান্ত বেগম জিয়া কেমন আছেন, তিনি সুস্থ হয়ে উঠছেন কিনা, সে খবরের জন্য সবাই উদগ্রীব। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেয়ার প্রস্তুতি চলছে। কাতারের আমিরের দেয়া জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে দু’দিন আগেই। তাকে কখন লন্ডনে নেয়া হচ্ছে, সে খোঁজখবর জানার চেষ্টা করছে দল-মত নির্বিশেষে উদ্বিগ্ন মানুষ। গতকাল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, মহাখালির গাউসুল আজম জামে মসজিদ, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অদূরে নয়াপল্টনের মসজিদ, হাইকোর্ট মসজিদসহ রাজধানী ঢাকার প্রায় সবগুলো মসজিদসহ সারাদেশে লাখো মসজিদে বাদজুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কোটি মুসল্লি জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে শরিক হন। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হয় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য।
গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। চিকিৎসকরা যদি নিশ্চিত করেন যে, তিনি বিমানে ওঠার জন্য উপযুক্ত, তাহলেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়া হবে। চিকিৎসকরা আশা করছেন, শনিবার কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে পৌঁছালে রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে।’ আজ শনিবার কাতারের আমিরের ভাড়া করা জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার কথা রয়েছে। বেগম জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে নেয়ার মতো অবস্থা হলে রোববার তাকে লন্ডনে নেয়া হবে। এর আগে গতকাল বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. ডা. জুবাইদা রহমান ঢাকায় আসেন।
সূত্র জানায়, গতকাল বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। পাকস্থলির রক্তক্ষরণ বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আপাতত পাকস্থলির রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড। যদিও অবস্থা গুরুতর এবং তিনি নিবিড় পরিচর্যায় আছেন। এদিকে খালেদা জিয়ার সুস্থতার খবর জানতে উন্মুখ হয়ে রয়েছেন কোটি কোটি মানুষ। এসএসএফের মাধ্যমে খালেদা জিয়ার নিরাপত্তা দেয়া হলেও গতকাল এভারকেয়ার হাসপাতালের আশপাশে শত শত মানুষকে বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে ভিড় করতে দেখা গেছে। একই সাথে দেশি-বিদেশি গণমাধ্যমের শত শত সংবাদকর্মীকেও ২৪ ঘণ্টা হাসপাতালের আশপাশে রয়েছেন।
জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স আসবে : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসাসেবা দিতে কাতার আমিরের পক্ষ থেকে আজ ঢাকায় আসবে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স। গতকাল শুক্রবার ঢাকার কাতার দূতাবাস এ তথ্য নিশ্চিত করে। দূতাবাস জানায়, শনিবার বিকেল ৫টায় জার্মানির ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছাবে। তবে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে শুরু করে যাবতীয় সব ব্যবস্থাপনা করছে কাতার সরকার।
এর আগে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় না আসায় উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার তারিখ পিছিয়ে যায়। বিএনপির মিডিয়া সেল জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে। একই পেজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বার্তায় জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাআল্লাহ ৭ তারিখ তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।
শাশুড়িকে নিতে ঢাকায় জোবাইদা : শাশুড়ি বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকায় এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোজা এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যান। তিনি শুক্রবার বেলা ১১টা ৫২ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এভারকেয়ার হাসপাতাল চিকিৎসারত শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে অবস্থানের দুই ঘণ্টা অবস্থান করেন। তিনি চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। অতঃপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দুপুরে ধানমন্ডিতে মায়ের বাসভবনে যান।
এর আগে বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেয়ার সিদ্ধান্তের পরপরই স্থানীয় সময় গত বৃহস্পতিবার তিনি ঢাকার উদ্দেশে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার ফ্লাইটে ওঠেন।
দলীয় সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে লন্ডনের উদ্দেশে রওনা হতে পারে খালেদা জিয়াকে বহনকারী কাতার সরকারের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মধ্যে তার সঙ্গে যাবেন লন্ডন থেকে আসা জুবাইদা রহমান এবং হাসপাতালে সঙ্গে থাকা ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। আরো থাকবেন মেডিক্যাল বোর্ড সদস্য ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।
গত ২৩ নভেম্বর রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। প্রফেসর জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডে প্রফেসর এফ এম সিদ্দিকী, প্রফেসর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর এ কিউ এম মহসিন, প্রফেসর শামসুল আরেফিন, প্রফেসর জিয়াউল হক, প্রফেসর মাসুম কামাল, প্রফেসর এ জেড এম সালেহ, প্রফেসর অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং ডাক্তার জাফর ইকবাল, বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্র থেকে প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর রফিকউদ্দিন আহমেদ এবং প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর হামিদ রব, যুক্তরাজ্য থেকে প্রফেসর জন পেট্রিক, প্রফেসর জেনিফার ক্রস এবং ডাক্তার জুবাইদা রহমানসহ আমেরিকা, ইউকে ও বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত বোর্ড কাজ করছে।
রাজশাহী ব্যুরো জানায়, বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় সারাদেশের মতো রাজশাহীতেও জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর কোট গুড়িপাড়ার গোলজারবাগ জামে মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু।
এদিকে একই সময়ে রাজশাহীসহ দেশের বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনার আয়োজন করা হয়। অপরদিকে, হরিপুর ইউনিয়নের বসরি গোরস্থান পাড়ায় এতিম শিশুদের নিয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশেষ সংবাদদাতা ময়মনসিংহ থেকে জানান, বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় হালুয়াঘাটে আয়োজিত এক দোয়া মাহফিলে তার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে। গতকাল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইমেক্স হোটেলে অনুষ্ঠিত মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। যা মানবাধিকার ও মৌলিক ন্যায়বিচারের পরিপন্থি।
তিনি বলেন, দেশের জনগণ আজ প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় উদ্বিগ্ন। একজন জাতীয় নেত্রীর প্রতি এমন অমানবিক আচরণ ছিল রাজনৈতিক প্রতিহিংসার চরম রূপ। তিনি আরো বলেন, জনগণের ভালোবাসা ও আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিতে আবারো জনগণের মাঝে ফিরবেন।
মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল। উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের বিপুল সংখ্যক নেতাকর্মী উপিস্থিত ছিলেন।
বিশেষ সংবাদদাতা জানান, কুষ্টিয়া পৌর বিএনপির ১৬নং ওয়ার্ডের আয়োজনে গতকাল বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ধানের শীষে ভোট প্রার্থনা করে বলেন, কুষ্টিয়ার উন্নয়নে বিএনপির বিকল্প নেই। বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারলে কুষ্টিয়ার ব্যাপক উন্নয়ন করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি এ, কে বিশ^াস বাবু, জেলা বিএনপির সদস্য সাবেক কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ইসমাইল হোসেন মুরাদ, আব্দুল মঈদ বাবুল, আব্দুল মাজেদ, কামাল উদ্দিন, খন্দকার মিয়ারুল ইসলাম দুলাল, আতিয়ার রহমানসহ জেলা, পৌর ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এদিকে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশনের সামনের মাঠে নফল রোজা রেখে দোয়া ও মোনাজাত করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব ও কুষ্টিয়া -৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিনিয়র এডভোকেট তৈমুর আলম খন্দকারের উদ্যোগে রূপগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার রূপসি এলাকায় অবস্থিত খন্দকার বাড়িতে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তারাব পৌর ওলামা দলের সভাপতি কামাল খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সহ সভাপতি মহসিন ভুইয়া, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম,রূপগঞ্জ থানা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীনসহ আরো অনেকে।
স্টাফ রিপোর্টার, শেরপুর থেকে জানান, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে উপজেলার ৪নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নলকুড়া ৪নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি আব্দুছ ছামাদ। সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান।
স্টাফ রিপোর্টার, গফরগাঁও (ময়মনসিংহ) থেকে জানান, ময়মনসিংহের গফরগাঁও পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার সুস্থতার কামনার জন্য বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিয়নে দলীয় অফিসে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের ফতুলার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় যুবদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এই গণদোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এ ছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মের উপাসনালয় গুলিতে বেগম জিয়ার রোগ মুক্তিতে প্রার্থনা করা হয়।
বরগুনা জেলা সংবাদদাতা জানান, বরগুনা শহরের নতুন লঞ্চঘাট এলাকায় জেলা বিএনপির আয়োজনে গতকাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন। বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মো. মহিবুল্লাহ হারুন, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল লিটন, পিপিপির সভাপতি মিজানুর রহমান কিসলু, হেফাজতে ইসলামের সভাপতি মাস্টার সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বিএনপি নেতা এজেডএম সালেহ ফারুক, অ্যাডভোকেট মো. নুরুল আমিন, মো. রেজবুল কবির, বাবুল হাওলাদার, অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু, শারমিন সুলতানা আসমা, আবুল কালাম আজাদ, জাফরুল হাসান জাফর প্রমুখ।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ম্যাব) উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল টাঙ্গাইল সরকারি ম্যাটসের অডিটোরিয়ামে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। এছাড়া উপস্থিত ছিলেন ডি-ম্যাবের কেন্দ্রীয় আহবায়ক ড. শহিদুল্লাহ সিদ্দিকী, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম শামীম, ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব সোহেল রানা, ম্যাটসের প্রিন্সিপাল ড. আশরাফ, যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু ও জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন।
ভোলা জেলা সংবাদদাতা জানান, ভোলার সকল মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল বাদ জুম্মা জেলার সকল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর গোরস্থান কমপ্লেক্স মসজিদে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. আসলাম মিয়ার উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজবাড়ী সদর উপজেলা-পৌর এবং গোয়ালন্দ উপজেলা-পৌর বিএনপি যৌথভাবে অংশ নেয়।
মাহফিলে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল মালেক খান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ প্রমুখ।
লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের লালপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছেন মাসুম রেজা নামের এক চা-দোকানি। খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ্য হয়ে দেশ পরিচালনায় অংশ নিতে পারেন এজন্য তিনি নিজ খরচে দোয়ার আয়োজন করেন। নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পাশে নিজের চা-দোকানে দোয়ার আয়োজন করেন তিনি।
স্থানীয়রা জানান, চা-দোকানি মাসুম রেজা ছোটোবেলা থেকেই বিএনপি এবং বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ ভক্ত। বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে তিনি গতকাল থেকেই ওই দোয়ার আয়োজন ও দোয়ায় অংশ নিতে বিভিন্ন মানুষকে দাওয়াত দেন।
ধর্মপাশা (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হকের উদ্যোগে ধর্মপাশায় কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা জানান, সোনাগাজী উপজেলায় গতকাল জুমার নামাজের পর পৌরসভাসহ ৯টি ইউনিয়নের ৫ শতাধিক মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা মডেল মসজিদসহ সরাইল, কালীকচ্ছ, নোয়াগাও, শাহবাজপুর, শাহজাদাপুর, চুন্টা,অরুয়াইল, পাকশিমুল ও পানিশ্বর ইউনিয়নের সকল জামে মসজিদে গতকাল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতিটি ইউনিয়নের মসজিদ ও মাদরাসায় পবিত্র কোরআন খতমসহ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টারের ব্যবস্থাপনায় উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে সমন্বয় করে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার প্রায় সকল মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ পৃথকভাবে বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করে দোয়ায় শরীক হন। পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রুহুল আমিন দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ুন কবির ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল মঠবাড়িয়া মডেল জামে মসজিদে দোয়ায় অংশ নেন।
লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের লৌহজংয়ে সরকারি লৌহজং কলেজ মাঠে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সর্বস্তরের নাগরিক সমাজের অংশগ্রহণে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে গণমোনাজাত ও আলোচনা সভা করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়ার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান।
অভয়নগর (যশোর) উপজেলা সংবাদদাতা জানান, অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপির আয়োজনে ইনস্টিটিউট মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) অষ্টগ্রাম উপজেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন, অষ্টগ্রাম সদর ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান প্রমুখ।
চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার চান্দিনায় মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল বাদ জুম্মা উপজেলার কেরণখাল ইউনিয়নের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন।
কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা জানান, কেশবপুর উপজেলার সকল মসজিদে জুম্মা বাদ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর সংসদীয় আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের হাজীপাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চরপার্বতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কোরবান আলী শিপন, মোনিন উল্যাহ এবং মাইন উদ্দিনের সার্বিক সহযোগিতায় শুক্রবার বাদ আছর এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক মিলন।
গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, বগুড়ার গাবতলী নশিপুরে ইউনিয়ন যুবদলের আয়োজনে নশিপুর এতিমখানায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু প্রমুখ।
মুরাদনগর (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম ও অসহায়দের মাঝে গরু সাদাকাহ করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। গতকাল মুরাদনগরের আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুরে গরু জবাই করে এতিম ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এছাড়া পবিত্র কুরআনের খতম ও মসজিদ মাদরাসায় দোয়ার আয়োজন করা হয়। দলীয় ব্যানারেও মুরাদনগরের বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের উদ্যোগে পবিত্র মক্কায় বকরি সাদাকাহ ও উমরাহ করানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া ও শাহ আলম সরকার। উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ।
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীর কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি এম.এ. মান্নান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি প্রমুখ।