নিজের সম্মতি ছাড়াই নাম যুক্ত হওয়ায় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন রশিদ দিনার। তিনি সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত হয়েছিলেন।
এক ফেসবুক পোস্টে রশিদ দিনার জানান, "গণঅভ্যুত্থান ও অভ্যুত্থান-পরবর্তী সময়ে এনসিপি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের সঙ্গে আন্দোলন ও রাজনীতি করার কারণে সংগঠনের প্রতি তাঁর একটি ‘সফট কর্নার’ ছিল। সে কারণেই হয়তো তাঁকে কমিটিতে পদ দেওয়া হয়েছে। তবে পূর্বের কিছু তিক্ত অভিজ্ঞতার কারণে আপাতত কমিটিতে থাকতে অনিচ্ছা প্রকাশ করেন তিনি।"
নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “আমার কনসার্ন ছাড়া আমাকে কমিটিতে রাখা হয়েছে। তাই আমি আমার নাম সরিয়ে নিচ্ছি।”