আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির পদ ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী।
বুধবার বিকেলে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতী রেজাউল করীমের সাথে দেখা করে তিনি যোগদান করেন। এর আগে গতকাল জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে ঢাকা নয়া পল্টনের জাতীয় কৃষক দলের অফিসে তিনি পদত্যাগ পত্র জমা দেন।
ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারি শুরুতে জাতীয় পার্টির রাজনীতি করতেন। তিনি জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য পদপ্রার্থীও ছিলেন। পরবর্তীতে বিএনপিতে যোগদানের পর তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় কৃষক দলের প্রধান সমন্বয়ক ছিলেন। ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে প্রচারণাও চালিয়েছেন তিনি। কিন্তু দল তাকে মনোনয়ন না দিয়ে কেন্দ্রীয় বিএনপির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলকে দলীয় মনোনয়ন দেয়।
মনোনয়ন না পেয়ে বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদান প্রসঙ্গে জানতে চাইলে দৌলতুজ্জামান আনসারী বিষয়টি অস্বীকার করে বলেন, বিএনপি থেকে আমি মনোনয়ন চাইনি। চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে জনমনে দলটির বদনাম ছড়িয়ে পড়ায় দল ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। গত চার-পাঁচ মাস যাবৎ দলীয় অফিসে যাতায়াত বন্ধ করে দিয়েছি এবং গতকাল পদত্যাগপত্র জমা দিয়েছি। তিনি আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে আদর্শিক প্ল্যাটফর্ম হিসেবে আমি ইসলামী আন্দোলনকে বেছে নিয়েছি এবং আজ বিকেলে বরিশালে চরমোনাই পীর মুফতি রেজাউল করিমের হাত ধরে যোগদান করেছি।
মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগেও তিনি একাধিকবার দল পরিবর্তন করেছেন। দল পরিবর্তন তার নেশা। বিএনপিতে থাকাকালীন তিনি দলের পক্ষে ভালো কোনো ভূমিকা পালন করতে পারেননি। তাই, দৌলতুজ্জামান আনছারীর পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি জানান।
বুধবার বিকেলে বরিশালের চরমোনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী রেজাউল করীমের সাথে দেখা করে ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারি ইসলামী আন্দোলনে যোগদান করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, মেলান্দহ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন আরিফ, সেক্রেটারি মোখলেছুর রহমান, মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী জানান, ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারি কৃষক দল থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।
ইঞ্জিনিয়ার মো. দৌলতুজ্জামান আনসারীর বাড়ী জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর গ্রামে।