Image description
 

গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় খুশি হয়ে এলাকায় বিস্কুট বিতরণ করেছেন কৃষক কালা চাঁন মিয়া। এ ঘটনার পর তার কুমড়ো খেত নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে।

 

সোমবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক কালা চাঁন মিয়া স্থানীয় বিএনপির কর্মী।

কৃষক কালা চাঁন মিয়া জানান, ঋণ করে মৌসুমি কুমড়ো চাষ করেছিলেন তিনি। দুই একর জমিজুড়ে ছিল কয়েক হাজার কুমড়ো গাছের চারা। রাতের আঁধারে আওয়ামী লীগ সমর্থকরা অর্ধেকের বেশি চারা উপড়ে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে ওই কৃষকের।

তিনি বলেন, শেখ হাসিনার রায় ঘোষণার খুশিতে আমি বাজারের মাইনষেরে বিস্কুট খাওয়াইছি। এরপরেই আওয়ামী লীগ পরিবারের লোকজন মিন্টু, লালু, সাদ্দাম আর রুবেল আমার কুমড়া খেত নষ্ট কইরা দিছে। আমি তারার হিছনে হিছনে তারার বাড়ি পর্যন্ত দৌড়াইছি। আমার তো সব শেষ হইয়া গেছে, অহন আমি কিভাবে চলবাম। আমি এর বিচার আর আমার ক্ষতিপূরণ চাই।

স্থানীয়রা জানান, রায় ঘোষণার পর কালা চাঁন মিয়া আব্বাসনগর বাজারে বিস্কুট বিতরণ করেন। সন্ধ্যার পর সবাই নিজ নিজ বাড়িতে চলে যান। ওই বিষয়টি কয়েকজন আওয়ামী লীগ সমর্থক ভালোভাবে নেননি। রাজনৈতিক বিরোধ থেকেই কুমড়ো খেত নষ্টের ঘটনা ঘটানো হয়েছে বলে আমরা মনে করি। তারা দোষীদের বিচারের পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। 

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।