‘দেয়ালে পোস্টার লাগানো নিষেধ’ এমন নির্দেশনা যেন কারো জানাই নেই। শুধু দেয়ালে পোস্টার সাঁটানো নয় এখন ঢাকা যেন পোস্টার, ব্যানার-ফেস্টুনের আপরিচ্ছন্ন নগরী। সড়ক, মহাসড়ক-অলিগলি সব খানেই ব্যানার-ফেস্টুন ও পোস্টার। মেট্রোরেলের পিলার, ফ্লাইওভারের পিলার, ভবন, ফুটওভারব্রিজ, ট্রাফিক পুলিশ বক্স, যাত্রীছাউনি, বৈদ্যুতিক খুঁটিতে সাঁটানো হয়েছে বিভিন্ন সাইজের ব্যানার-ফেস্টুন। দেশের বড় বড় রাজনৈতিক দল থেকে শুরু করে ছোট ছোট দলগুলোও নেমেছেন ব্যানার-ফেস্টুন টানানোর প্রতিযোগিতায়।
নগরজুড়ে ভবন, পিলার রাস্তা-ঘাটে এসব ব্যানার-ফেস্টুন ও পোস্টার অপসারণের সাহসই পাচ্ছে না ঢাকার দুই সিটি করপোরেশন। নগরবাসী বলছেন, দেশের রাজনৈতিক দলের বড় বড় নেতারা পোস্টার-ব্যানার-ফেস্টুন লাগালে সিটি করপোরেশনের লোকজন আপসারণ করতে পারছে না। কারণ হিসেবে তারা বলেন, সিটি করপোরেশনের লোকজন পোস্টার-ব্যানার অপসারণ করতে গেলে রাজনৈতিক দলের নেতারা বাধা দেন এবং প্রভাব খাটান। এতে সিটি করপোরেশনের লোকজন পোস্টার, ব্যানার-ফেস্টুন অপসারণ না করে ফিরে যান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ভবন, দেয়াল, পিলারসহ সবখানে পোস্টার লাগালেও তারা এখন গাছে-গাছে, পাতায়-পাতায় পোস্টার লাগাতে ব্যস্ত। ডিএসসিসির পক্ষ থেকে এসব রাজনৈতিক ব্যানার-ফেস্টুন অপসারণের কোনো উদ্যোগ নেই।
নগরবিদরা বলছেন, অলিগলি ছাড়াও মূল সড়কে, গুরুত্বপূর্ণ ও সরকারি স্থাপনায় টাঙানো রয়েছে ব্যানার-ফেস্টুন। ভালো কাজ করলে ব্যানার বা ফেস্টুন সাঁটানোর প্রয়োজন পড়ে না। ব্যানার-পোস্টার লাগিয়ে শহরের সৌন্দর্য নষ্ট হয়। নিয়ম না মেনে যত্রতত্র পোস্টার লাগাচ্ছে। সিটি করপোরেশনের উচিত একটি কার্যকরী উদ্যোগ নেয়ার। আইন অমান্য করলে কঠোর শাস্তির বিধান রাখা দরকার।
এদিকে, রাজধানী ঢাকায় অবৈধভাবে লাগানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। ডিএনসিসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি বা ভবনের ছাদে বা দেওয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ইত্যাদি স্থাপন করা হয়েছে।
আগামী সাত দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি বা ভবনের ছাদে বা দেওয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ইত্যাদি স্থাপন করেছেন তাদেরকে নিজ দায়িত্বে বর্ণিত ফলক পোস্টার বা ব্যানার বা বিলবোর্ড বা এলইডি ইত্যাদি অপসারণের জন্য অনুরোধ করা হলো। অন্যথায়, নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।