কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ আর যানবাহনে অগ্নিসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল তাঁরা রাজধানীর তিন স্থানে এবং ঢাকার বাইরে আট জেলায় এমন নাশকতা করেছেন।
রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গতকাল দুপুরে কার্টনে মোড়ানো ছয়টি ককটেল উদ্ধার করে পুলিশ। দারুস সালাম থানার এসআই মোস্তফা আহমেদ জানান, বর্ধনবাড়ি এলাকায় সুমন মৃধা নামে একজনের বাড়ির সিঁড়ির নিচে কার্টনে ছয়টি ককটেল রাখা আছে, এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে ককটেলগুলো জব্দ করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেগুলো একটি ফাঁকা মাঠে নিয়ে নিষ্ক্রিয় করে। বিকাল সোয়া ৪টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এর আগে নিউমার্কেটে সোমবার রাতে ককটেল বিস্ফোরণ ঘটেছে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। একই সময়ে কাকরাইল মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাত আড়াইটায় রামপুরার ত্রিমোহিনী এলাকায় সড়কের পাশে পার্কিংয়ে রাখা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে বরিশাল সদর উপজেলার দিনারেরপুল এলাকায় সড়কের পাশে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এদিকে নাশকতা, ঝটিকা মিছিল, অবৈধ রাজনৈতিক কার্যক্রম ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সকাল ৯টায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে মিছিল হয়। এ ঘটনায় সিরাজদিখান থানার এসআই কামরুজ্জামানকে ক্লোজড করা হয়েছে। পাশাপাশি তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশের সামনেই এ মিছিল হয় বলে অভিযোগ ওঠে। ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা কাঁচামালবোঝাই একটি পিকআপ ভ্যানের মালামালের ওপর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোর সাড়ে ৪টায় আশুলিয়ার বগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে আগুনে পিকআপ ভ্যানে থাকা কিছু রসুন, পিঁয়াজ পুড়ে গেলেও পিকআপটির উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।
একই সময়ে মাগুরার মহম্মদপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন লাগার ঘটনা ঘটে। শাখা ব্যবস্থাপক সোহানা সুলতানা বলেন, ‘অফিসের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। ফলে অনেক গুরুত্বপূর্ণ নথি এবং অফিসের আসবাব পুড়ে যায়।’
সোমবার রাত ১০টায় গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় একটি এবং রাত ৯টায় উপজেলা পরিষদ লক্ষ করে আরও দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল হামলায় কোটালীপাড়া থানার কনস্টেবল আইরিন নাহার (৩১), আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২) আহত হন।
গতকাল ভোর সাড়ে ৫টায় মাদারীপুরে আবারও গাছ ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
সোমবার রাত ৩টায় ময়মনসিংহের গফরগাঁওয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। চালক মশাখালীমুখী সড়কের আকিয়াপুরে পিকআপ ভ্যানটি রেখে বাড়িতে খেতে যান চালক এহসান হাবিব। ফিরে এসে দেখেন ভ্যানটিতে আগুন জ্বলছে।
গতকাল বেলা ১১টায় বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামীণ ব্যাংক উপশাখার সামনে থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।