জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্র ঐশী জামান পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ঐশী লেখেন, ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক চাপের কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে সংগঠনের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা অটুট থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যকোনো কারণ আছে কি না জানতে চাইলে ঐশী বলেন, কমিটি গঠনের সময় তাকে রাখা হবে কি না— এই বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। তখন তিনি কমিটিতে না রাখার অনুরোধ করেছিলেন। কিন্তু পরে তাকে রেখেই কমিটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহ্বায়ক এএম জেড শাহরিয়ার জুইন কালবেলাকে বলেন, ঐশীকে জোর করে কমিটিতে রাখার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ঐশী সব ধরনের শর্ত পূরণ করেই সংগঠন করছে। ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেও আমরা এখনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাইনি।