সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণই দেশের মালিক-এই সত্য প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক ঘোষণা নয়, এটি দেশের ভবিষ্যৎ রূপরেখা। এর সফল বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
তিনি ৩১ দফা বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বুধবার বিকেল ৫টায় সিলেট -৪ আসনের জৈন্তাপুর উপজেলার ইরাদেবী মিলনায়তন মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন
আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের সভাপতিত্বে এবং বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজের পরিচালনায়
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকী, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, সহসভাপতি আব্দুস শুকুর (নেতা শুকুর), সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মেম্বার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম এ মতিন, কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দীন, সিলেট বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, নিজপাট ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুনুর রশিদ সরকার, সহসভাপতি আব্দুল মুক্তাদির, দরবস্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসলিম আলী মেম্বার, নিজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাঁন, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছদ্দর আলী, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ ও আব্দুর রউফ দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন কৃষকদলের এম এইচ রায়হান, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবুল হোসেন, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি সামসুউদ্দিন, যুগ্ম সম্পাদক ছোঁয়াব আলী (সাবেক মেম্বার), সিলেট জেলা যুবদলের সদস্য খলিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য কামাল আহমেদ, এবং সিলেট জেলা ছাত্রদলের সদস্য মুইনুল ইসলাম।
সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে জনসংযোগের মাধ্যমে পুরো এলাকায় ৩১ দফা কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করার ঘোষণা দেওয়া হয়।