Image description

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিডেটের সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা বলেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার হটানোর আন্দোলনের একটাই লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। অন্তবর্তী সরকারের কেউ বলছে চলতি বছরের শেষে জাতীয় সংসদ নির্বাচন, আবার কেউ বলছে সংস্কার কমিশনের রিপোর্ট পেয়ে সকল দলের সঙ্গে আলাপ-আলোচনার পরে নির্বাচন। নির্বাচন নিয়ে দেশের মানুষ ধানাই-পানাই কথা শুনতে চায় না।’ সোমবার সন্ধ্যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাজী সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান লিটন, শরীফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, সেলিম হোসেন প্রমুখ।

সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামানা করেন দোয়া ও মোনাজাত করা হয়।