জৈনপুরী দরবার শরীফের পীর ও জনপ্রিয় ইসলামি বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, জামায়াতসহ কিছু গোষ্ঠি হেফাজতে ইসলামের আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী ও তার(আব্বাসী) বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা অভিযোগ করছে যে তারা দেশের রাজনৈতিক ও ধর্মীয় ঐক্য নষ্ট করছে।
সম্প্রতি একটি ভিডিও বার্তায় ড.এনায়েতুল্লাহ আব্বাসী এসব অভিযোগ করেন।
আব্বাসী বলেন, আমরা ইসলামের স্বার্থে কথা বললে ঐক্য নষ্ট হয়। কিন্তু আমেরিকার স্বার্থে কথা বললে ঐক্যবদ্ধ হয়ে যায়। আমরা সেই ঐক্য চাই না। আমাদের লক্ষ্য হলো যেখানে দিনের স্বার্থ আছে,সেখানে আমরা ঐক্যবদ্ধ হতে প্রস্তুত। আমরা নেতৃত্ব চাই না; আমরা কর্মী হয়ে আন্দোলনের পেছনে থেকে কাজ করব।
তিনি আরও বলেন, রাজনৈতিক ও ধর্মীয় আন্দোলনে অংশগ্রহণকারীদের উচিত নৈতিক ও আদর্শগত ভিত্তিতে সংহতি বজায় রাখা। স্বার্থান্বেষী সমালোচনা ও অপপ্রচার সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে পারে। তাই জনগণকে তথ্যভিত্তিক ও যুক্তিসঙ্গতভাবে বিচার করতে হবে।
এনায়েতুল্লাহ আব্বাসীর মতে, নেতা বা আন্দোলনকারীদের উদ্দেশ্য শুধুমাত্র স্বার্থ নয়, বরং দেশের ও ধর্মের কল্যাণ নিশ্চিত করা। যে কোনো বিভাজন বা বিভ্রান্তি সৃষ্টি করা জনগণের আস্থা ও ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে।
তিনি আরও স্পষ্ট করেছেন, বাবুনগরীসহ তার অনুসারীরা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, কর্মী হিসেবে শান্তিপূর্ণভাবে আন্দোলনের কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এভাবে তারা দেশের স্বার্থ, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধকে অগ্রাধিকার দিচ্ছেন।