Image description

বরগুনার আমতলীতে ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। 

শনিবার (২৫ অক্টোবর) রাতে আমতলী পৌরসভার নুরজাহান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ যোগদান সম্পন্ন হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা শাখার সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিতে আসেন। 

বিএনপিতে যোগদানকারী আমতলী সদর ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও ৮ নাম্বার ওয়ার্ডের সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদারসহ আরও ছিলেন- মো. খলিল হাওলাদার, মো. আবুল কালাম হাওলাদার, মো. দেলোয়ার হোসেন (মাস্টার), মো. শানু মিয়া, আবদুস সালাম, মো. কবির হোসেন, মো. নুরুল হক মোল্লা, মো. সোনা মিয়া ফরাজি, মো. লাল মিয়া, মো. কবির হাওলাদার, মো. আলমগীর হাওলাদার, আ. রহমান, মো. তোফাজ্জেল মৃধা, আ. বারেক হাওলাদার, মো. খলিল মুসুল্লি, মো. জালাল মুসুল্লি, মো. জলিল গাজী, মো. মালেক মৃধা, মো. মালেক হাওলাদার এবং জলিল মুসুল্লি।

বিএনপিতে যোগদানকারী মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও তার গড়া দল বিএনপি এবং আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকিরের নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে আমরা বিএনপিতে যোগদান করেছি।

এ বিষয়ে আমতলী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদি বলেন, আমতলী সদর ইউনিয়নের ৮ নাম্বার  ওয়ার্ডের সভাপতি নাসির উদ্দিন হাওলাদারকে দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে যারা বিএনপিতে যোগদান করেছেন তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ না। 

এদিকে সভাপতি নাসিরুদ্দিন হাওলাদার বলেন, ইসলামী আন্দোলনের কথা ও কাজের মিল না থাকায় তিনিসহ তার ইউনিয়নের ৭, ৮, ৯নং ওয়ার্ড থেকে দুই শতাধিক ইসলামী আন্দোলনের নেতাকর্মী স্বেচ্ছায় জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপিতে যোগদান করেছেন।

এ বিষয়ে আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল ফকির বলেন, নাসির উদ্দিন হাওলাদার বিএনপির নীতি ও আদর্শকে ভালোবেসেছেন। তিনিসহ সদর ইউনিয়নের দুইশ লোক বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল মোল্লা ও সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীনের হাতে হাত রেখে বিএনপিতে যোগদান করেন। 

জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, যারা বিএনপিকে মনেপ্রাণে ভালোবাসেন। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে যারা ভালোবাসেন, তারাই বিএনপি করবেন। ভালো মানুষের জন্য বিএনপির দরজা সব সময় খোলা।