Image description
 

দুর্নীতির অভিযোগ থাকায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু সাঈদ মো. মাসুদ ও মুহাম্মদ হাবিবুর রহমান খানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

 

দুর্নীতিম দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য জানান।

 

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হাবিবুর রহমানের স্ত্রী সাবিনা রহমান খান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ‘স্বার্থ সংশ্লিষ্ট’ ব্যক্তি মো. শহীদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন ও তার স্ত্রী জহুরা আহম্মদ শুভকেও।

আবেদনে বলা হয়, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।

একই ধরনের যুক্তি তুলে ধরে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান দম্পতির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত।