Image description

পাঠ্য বইয়ে ‘জুলাই সনদ’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬ সালের পাঠ্য বইয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে ‘জুলাই অভ্যুত্থান’ অংশে সংক্ষিপ্ত আকারে ‘জুলাই সনদ’ যুক্ত করা হতে পারে। তবে, ২০২৭ সালের পাঠ্যবইয়ে সনদের পূর্ণাঙ্গ অংশ যুক্ত হবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে পাঠ্যপুস্তক সংক্রান্ত সভায় বিষয়টি নিয়ে আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জুলাই সনদ এখনো বাস্তবায়িত না হওয়ায় সেটি ২০২৬ সালের পাঠ্যবইয়ে না রেখে ২০২৭ সালের সংস্করণে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেয়া হয়।

সভাসূত্রে জানা যায়, ২০২৬ সালের পাঠ্যবইয়েই সংক্ষিপ্ত আকারে ‘জুলাই সনদ’ উল্লেখ করার কথা ছিল। তবে, জুলাই সনদ এখন বাস্তবায়ন না হওয়ায় এবং তথ্য সংক্ষেপে উপস্থাপনের ঝুঁকির কারণে পরিকল্পনাটি স্থগিত রাখার পরামর্শ দেয়া হয়। একটি পূর্ণাঙ্গ অনুচ্ছেদ হিসেবে অন্তর্ভুক্ত করতে ২০২৭ সালের সংস্করণে যুক্ত করার কথা বলা হয়। তবে, ২০২৬ সালের পাঠ্যবইয়ে যুক্ত হবে কিনা- তা এখনো চূড়ান্ত হয়নি।