
রাজবাড়ী জেলা বিআরটিএ কার্যালয়ে ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে মোঃ সুমন শেখ নামে এক সেবাগ্রহীতাকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দালালচক্রের দৌরাত্ম্যে সাধারণ সেবাগ্রহীতারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী শহরের বিআরটিএ কার্যালয়ে। মারধরের শিকার ব্যক্তি রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার বাসিন্দা মোঃ সুমন শেখ।
অভিযোগে জানা যায়, প্রায় এক বছর আগে কাগজপত্রের কাজ করানোর জন্য সুমন শেখ রাজবাড়ী বিআরটিএ অফিসের সিল কন্ট্রাক্টর পরিচয়ধারী দালাল মোঃ আক্রামুজ্জামানকে ৮ হাজার ৫০০ টাকা দেন। কিন্তু দীর্ঘদিনেও কাজ না হওয়ায় সোমবার সকালে তিনি টাকা ফেরত চাইতে গেলে আক্রামুজ্জামান ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি মারধর করে।
ভুক্তভোগী সুমন শেখ বলেন, “এক বছর আগে কাগজের জন্য টাকা দিই আক্রামুজ্জামানের কাছে। আজকে কাজ নিতে গেলে সে ব্যাংক স্লিপ চায়। বললাম, এক বছর আগের স্লিপ ওর কাছেই দিয়েছি, এখন কোথায় পাবো—এ কথা বলতেই আমাকে থাপ্পড় মারে। পরে আরও কয়েকজন মিলে আমাকে পিটিয়ে আহত করে। আমি এর বিচার চাই।”
অভিযুক্ত আক্রামুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে রাজবাড়ী বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিন) মোঃ নাসির উদ্দিন বলেন, “আক্রামুজ্জামান বিআরটিএর কেউ নয়, তিনি একজন বহিরাগত। সেবাগ্রহীতাকে মারধরের বিষয়টি এডিএম স্যার আমাকে জানিয়েছেন। আমি বর্তমানে বাইরে আছি, অফিসে ফিরে বিষয়টি খতিয়ে দেখবো।”
স্থানীয় সেবাগ্রহীতারা বলেন, রাজবাড়ী বিআরটিএ অফিসে দীর্ঘদিন ধরে দালালচক্র সক্রিয়। তারা ঘুষ ছাড়া কোনো কাজ করে না। প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।