Image description
 

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জামায়াত কোনো গণমানুষের দল নয়। তাঁর ভাষায়, “জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ—দু’দলই একই রাজনীতির ধারক।”

 

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জামায়াত যদি মনে করে যে তাদের ক্ষমতায় আসা গণতন্ত্রের পক্ষে ইতিবাচক হবে, তবে তা সম্পূর্ণ ভুল ধারণা।

সামান্তা শারমিনের মতে, অতীতে ক্ষমতায় যেতে আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে, আর বর্তমানে জামায়াত একই কৌশলে আওয়ামী লীগকে ব্যবহার করছে। তিনি আরও বলেন, “জামায়াত ক্ষমতায় এলে আবারও আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ তৈরি হবে।”

 

তিনি জোর দিয়ে বলেন, জামায়াত ও আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন ও কৌশল থেকে এনসিপির রাষ্ট্রচিন্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ আলাদা।